দিনাজপুর প্রতিনিধি : ৯ জানুয়ারী শনিবার দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি (কেএমডিএস) এর আয়োজনে ছিন্নমুল দরিদ্র, শীতার্ত, প্রতিবন্ধী ও প্রবীন জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি’র নির্বাহী পরিচালক মোছাঃ জান্নাতুস সাফা শাহিনুরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান ও ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায় এবং কলোনীপাড়া মহিলা সমিতির ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল কুদ্দুছ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির প্রোগ্রাম পরিচালক মোঃ শাহিনুল ইসলাম মুকুল। প্রধান অতিথি জেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী বলেন, ছিন্নমুল দরিদ্র শীতার্ত মানুষকে পিছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। মুজিববর্ষে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। শীতার্ত মানুষরা আমাদের দেশের নাগরিক। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। সরকারের পাশাপাশি এনজিও সংস্থাগুলোকে শীতার্ত মানুষের পাশে এসে তাদের সহযোগিতা করতে হবে।