খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্বগ্রহণ করেছেন। দুপুরে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে ৭ম পৌর পরিষদের মেয়র নির্মলেন্দু চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী মেয়র রফিকুল আলম।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, জনপ্রতিনিধিদের দলমতের উর্ধ্বে থেকে কাজ করতে হয়। কে কোন মতের সেটি বিবেচনা না রেখে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।