নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুসসালামে টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় আয়েশা আক্তার (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
গতকাল (৪ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনাটি ঘটে। মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে দারুসসালাম থানার উপপরিদর্শক মো. সোহান আহমেদ মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, আনুমানিক রাত ১ থেকে ২টার দিকে টেকনিক্যাল মোড়ে যানবহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আয়েশা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে সেটি শনাক্ত করার চেষ্টা চলছে।