শ্রীনগরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৭ এএম, ২৩শে জুন ২০২৩

শ্রীনগরে বিষাক্ত সাপের কামড়ে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নাসিম (৮) নামে ওই ছাত্র মারা যায়।
সে সমষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
আরও পড়ুন: শিবচরে সাপের কামড়ে প্রাণ গেলো শিশুর
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঘরের দরজার কাছে বসা অবস্থায় নাসিমের হাতে বিষধর সাপ কামড় দেয়। সাথে সাথে নাসিমের হাতের ক্ষত স্থান বেঁধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে রাত ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু হয়।
নাসিম ব্রাহ্মণ পাইকসা গ্রামের মো. রহমত উল্লাহ’র পুত্র। নাসিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জেবি/ আরএইচ/