দৈনিক জনবাণী | বাংলা নিউজ পেপার | Daily Janobani | Bangla News Paper
শুক্রবার, ২ জুন ২০২৩

পঞ্চগড়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু



প্রকাশ: ৬ জানুয়ারী ২০২২, ১০:৪৩ অপরাহ্ন

মোঃ কামরুল ইসলাম কাম, পঞ্চগড়: পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া আউলিয়ারঘাট মাঠে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা। ভারতের নিযামউদ্দিন মাকার্জ (মাওলানা সাদ সাহেব) অনুসারী তাবলীগ জামাত এই ইজতেমার আয়োজন করেন।
  
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পাকিস্তানী সাথী ভাই মো. আব্দুর রহমান আমবয়ান করেন এবং বাংলাদেশের সাথী মো. জিয়া বাংলায় তর্জমা করেন। এরমধ্য দিয়ে পঞ্চগড় জেলার ইজতেমা শুরু হয়। 

গত বুধবার থেকেই ইজতেমা মাঠে লোকজন আসা শুরু হয়। ইজতেমায় ভারত, পাকিস্তান, শ্রীলংঙ্কাসহ পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার হাজার হাজার সাথী ইজতেমায় অংশ নেন।

আগামী ৮ জানুয়ারি বাংলাদেশের কাকরাইলের মুরুব্বী মাওলানা বোরহানউদ্দিন বয়ান শেষে আখেরী মোনাজাত করবেন বলে জানা গেছে। #

আরও পড়ুন