দৈনিক জনবাণী | বাংলা নিউজ পেপার | Daily Janobani | Bangla News Paper
শুক্রবার, ২ জুন ২০২৩

দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা অক্টোবরে


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৪ পূর্বাহ্ন

দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া চার বিষয়ে পরীক্ষা আগামী ১০ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশ্নফাঁসের কারণে গত বুধবার (২১ সেপ্টেম্বর) গণিত, পদার্থ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান ও রসায়ন বিষয়ের পরীক্ষা স্থগিত করে দিনাজপুর শিক্ষা বোর্ড। এর আগের দিন মঙ্গলবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দিনাজপুর বোর্ড চেয়ারম্যান জানান, আজ দুপুরের মধ্যেই পরীক্ষার তারিখ ওয়েবসাইটে দেওয়া হবে। সম্ভাব্য সময় ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর।

স্থগিত করা বিষয়গুলো ব্যতীত অন্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লিখিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ও তদন্ত চলছে।

জেবি/ আরএইচ/

আরও পড়ুন