দৈনিক জনবাণী | বাংলা নিউজ পেপার | Daily Janobani | Bangla News Paper
শুক্রবার, ২ জুন ২০২৩

সিরিয়ায় নৌকাডুবিতে ৭০ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ন

সিরিয়া উপকূলে একটি নৌকাডুবিতে ৭০ জনের বেশি অভিবাসীর প্রাণহানি ঘটেছে। এসব অভিবাসী ও শরণার্থীরা লেবানন থেকে নৌকায় উঠেছিলেন। সিরীয় ও লেবানিজ সরকার এই তথ্য জানিয়েছে। 

আজ শুক্রবার লেবাননের পরিবহনমন্ত্রী জানান, বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় ৭১ জন নিহত হয়েছেন।

এর আগে সিরীয় সরকার জানিয়েছিল, নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ২০ জনকে তারতৌসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জীবতের উদ্ধৃত করে সিরিয়ার পরিবহন মন্ত্রণলায় জানিয়েছে, মঙ্গলবার ১২০ থেকে ১৫০ জনের যাত্রী নিয়ে লেবাননের উত্তরাঞ্চলীয় মিনিয়েহ অঞ্চল নৌকাটি রওনা দেয়।
সিরীয় বন্দর কর্তৃপক্ষের প্রধান সামের কুব্রুসলি জানান, শুক্রবার অনুসন্ধান অভিযান চলছে। এর আগে তিনি বলেছিলেন, উত্তাল সমুদ্রের কারণে উদ্ধার অভিযান প্রতিকূলতার মুখে পড়ছে।

লেবাননে হাজারো মানুষ তাদের কাজ হারিয়েছেন। দেশটির মুদ্রার ৯০ শতাংশ দরপতন হয়েছে। এতে করে দরিদ্র পরিবারগুলো নিজেদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে পারছে না। অনেকে চরম দরিদ্র অবস্থায় জীবনযাপন করছে।

তারতৌসের গভর্নর আব্দুলহালিম খলিল জীবিতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

জেবি/ আরএইচ/

আরও পড়ুন