দৈনিক জনবাণী | বাংলা নিউজ পেপার | Daily Janobani | Bangla News Paper
শুক্রবার, ২ জুন ২০২৩

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী সাকিব


ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৯ অপরাহ্ন

একজন ক্রিকেটার খেলার পাশাপাশি বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকেন। কেউ প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হন, কেউ বিজ্ঞাপনে অংশ নেন, এমনকি ব্যবসাও করেন অনেকে। অনেকে আবার খেলার পাশাপাশি পার্ট টাইম চাকুরিও করেন।

প্রায় সময়ই অনেকের মনে প্রশ্ন জাগে, ক্রিকেটারদের মোট সম্পদের পরিমাণ কেমন। কি পরিমাণ অর্থের মালিক তারা। সেই ধারাবাহিকতায় অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নেয়া ৮ দলের অধিনায়কের মোট সম্পদ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ভারতীয় বিজনেস সাইট ‘বিজনেস লিগ’।

তাদের প্রকাশিত প্রতিবেদনটিতে বিশ্বের দ্বিতীয় ধনী অধিনায়ক হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান। প্রথম অবস্থানে রয়েছেন ভারতের দলপতি রোহিত শর্মা।

রোহিতের মোট সম্পদের পরিমাণ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ২৪৩ কোটি টাকা। ভারতের ও আন্তর্জাতিক ১১টি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক। আর খেলার পাশাপাশি এসকল প্রতিষ্ঠান থেকেই বিপুল পরিমাণে অর্থ পান তিনি।

তালিকার দুইয়ে থাকা সাকিবের মোট সম্পদের পরিমাণ বলা হয়েছে ২২২ কোটি টাকা। ক্রিকেটের পাশাপাশি ১২টিরও বেশি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত বাঁহাতি এই অলরাউন্ডার। পাশাপাশি রেস্তোরাঁ, স্বর্ণ, ই-কমার্সসহ বেশ কয়েকটি ব্যবসায় রয়েছে তার বিনিয়োগ। সেখান থেকেই এই অর্থ লাভ করে থাকেন দেশের এই অলরাউন্ডার ক্রিকেটার।

তালিকায় তিনে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এই ইংলিশ ক্রিকেটারের সম্পদের পরিমাণ ১০১ কোটি টাকা।

চারে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যক্তিগতভাবে অজি দলপতি ৮১ কোটি টাকার সম্পদের মালিক।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার সম্পদের পরিমান দেখানো হয়েছে ৬৫ কোটি টাকা।

এরপর যথাক্রমে অবস্থান করছেন সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (৫০ কোটি), পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (৪০ কোটি) ও আফগানিস্তানের দলপতি মোহাম্মদ নবি (১২ কোটি টাকা)।

জেবি/ আরএইচ/

আরও পড়ুন