দৈনিক জনবাণী | বাংলা নিউজ পেপার | Daily Janobani | Bangla News Paper
শুক্রবার, ২ জুন ২০২৩

কেশবপুরে মহালয়া অনুষ্ঠিত


উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৭ পূর্বাহ্ন

যশোরের কেশবপুরে মহালয়া উপলক্ষ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিলতর্পণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির উদ্যোগে রোববার সকালে মন্দির চত্বরে মা দূর্গার আগমনী গান সহ ধর্মীয় গানের সন্মনয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সাংস্কৃতিক অনুষ্ঠান  পরিচালনা করেন মহালয় উদযাপন কমিটির আহ্ববায়ক উৎপল দে ও যুগ্ম আহ্ববায়ক অলোক বসু বাপী। 

এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর র্সাবজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির আহ্ববায়ক সুকুমার সাহা ,সদস্য সচিব মদন সাহা অপু, সদস্য শংকর পাল, পঙ্কজ দাস, শিবুপদ চক্রবর্তী,কনক সেন, বুলু সাহা ,টিটো সাহা প্রমূখ।

কেশবপুরের ১১টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মহালয়া অনুষ্ঠানে অংশ নেয়।

জেবি/ আরএইচ/

আরও পড়ুন