দৈনিক জনবাণী | বাংলা নিউজ পেপার | Daily Janobani | Bangla News Paper
শুক্রবার, ২ জুন ২০২৩

‘সত্যিই আমি খুব আনন্দিত’



প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:১২ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক: বাংলা নাটকের পরিচিত মুখ পুরান ঢাকার খায়রুল আলম টিপু। সম্প্রতি তার অভিষেক ঘটেছে ঢাকাই সিনেমায়। এবার পরিচালক দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। গত ২৩ সেপ্টেম্বর মুক্তি পায় এ ছবিটি। এতে র‌্যাবের ডেপুটি এসিস্টেন্ট ডিরেক্টরের ভূমিকায় দেখা গেছে তাকে। 

সিনেমাটির প্রসঙ্গে কথা বললে খায়রুল আলম টিপু জনবাণী’কে বলেন, এমন ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া সত্যিই আনন্দের। সিনেমাটি ভালো চলছে জেনে সেই আনন্দ আরও বেড়ে গেছে। এটাই একজন অভিনয়শিল্পীর সার্থকতা।’

ছবিতে তার অভিনীত চরিত্র সম্পর্কে তিনি জানান জানান, ‘এই ছবিতে র‌্যাবের ডেপুটি এসিস্টেন্ট ডিরেক্টর চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি কিছুটা কমেডি ধাঁচের। তবে প্রয়োজনের সময় সিরিয়াস। দর্শক আমাকে আলাদা করে চিনতে পারবেন।’

জানা গেছে, র‌্যাবের দুঃসাহসিক অভিযানে সুন্দরবনকে দস্যুমুক্ত করার সত্য ঘটনার আলোকে এই ছবি নির্মাণ করা হয়েছে। এটি প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

জেবি/ আরএইচ/

আরও পড়ুন