দৈনিক জনবাণী | বাংলা নিউজ পেপার | Daily Janobani | Bangla News Paper
শুক্রবার, ২ জুন ২০২৩

এক ঘণ্টা বাড়ছে অফিস সময়


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৫ অপরাহ্ন

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের কর্মঘণ্টা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল। তবে বর্তমানে বিদ্যুতের চাহিদা কিছুটা কমে যাওয়ায় শীতকালকে সামনে রেখে এবার সেই এক ঘণ্টা বাড়ানোর চিন্তা করছে সরকার। যদি বাড়ানো হয় তবে সরকারি অফিস সময় হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এ সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে। ওই প্রস্তাব প্রস্তুত হলে তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য তার কার্যালয়ে পাঠানো হবে।

আগের অফিস সময় অনুযায়ী, সরকারি ও স্বায়ত্বশাসিত অফিসগুলো সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে রমজানের এক মাস সেই সময় দুই ঘণ্টা কমিয়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে। কিন্তু বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের নানা উদ্যোগের মধ্যে গত ২৪ আগস্ট থেকে অফিস সময় কমিয়ে ৮ টাকা থেকে ৩টা পর্যন্ত করা হয়। পাশাপাশি বেসরকারি ব্যাংক ও বিমা কোম্পানিগুলোও সকাল ৯টা থেকে ৫টা অফিস করে। আর সপ্তাহে দুই দিন ছুটি দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানে।

আরও পড়ুন