একদিনে আরও ৮৬ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০০ পিএম, ৫ই জুলাই ২০২৩
করোনায় একদিনে (২৪ ঘণ্টায়) কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ৮৬ জন আক্রান্ত হয়েছেন।
বুধবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৩৬টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
আরও পড়ুন: করোনার টিকাদানে বিশেষ ক্যাম্পেইন শুরু
এখন পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪২ হাজার ৯৪০ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৬২ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৫৯৪ জন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১০
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
জেবি/এসবি