ফেসবুক ভিডিওতে আনছে দারুণ কিছু সুবিধা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:১২ পিএম, ২৩শে জুলাই ২০২৩


ফেসবুক ভিডিওতে আনছে দারুণ কিছু সুবিধা
ছবি: সংগৃহীত

মেটার অঙ্গ প্রতিষ্ঠান জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবার ভিডিও সেকশনে দারুণ কিছু নতুন ফিচার নিয়ে আসছে!


জানা যায়, নতুন ফিচার চালু হলে ফেসবুকে ওয়াচ ট্যাবের পরিবর্তে ভিডিও ট্যাব দেখা যাবে। যেখানে ব্যবহারকারীরা খুব সহজেই ফেসবুকে ভিডিও সার্চ করতে পারবেন। এ ছাড়া ভিডিও সম্পাদনার জন্য থাকবে আরও কিছু ফিচার। আপলোড করার সময় ভিডিও সরাসরি মিউজিক, ফিল্টার এবং অন্যান্য ইফেক্ট যোগ করার সুবিধা থাকবে। পাশাপাশি ভিডিও কাট করা, ট্রিম করার পাশাপাশি হেডলাইন ও ক্যাপশন যোগ করার সুবিধা আগের মেতো পাওয়া যাবে।


আরও পড়ুন: চাঁদে নভোযান পাঠাল ভারত


মেটা বলেছে, এটি ভিডিওর জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে রিলস, দীর্ঘ ভিডিও এবং লাইভ সবকিছু দেখা যাবে। এই ভিডিও অপশনটি অ্যান্ড্রয়েড অ্যাপে ওপরের দিকে এবং আইওএস-এ নিচে প্রদর্শিত হবে। এ ছাড়া শর্টকাট বারেও দেখা যাবে।


আরও পড়ুন: নতুন সুবিধা নিয়ে আসছে ইনস্টাগ্রাম


প্রতিষ্ঠানটি আরও জানায়, ব্যবহারকারীরা চাইলে ভিডিওর গতি বাড়াতে পারবেন। ভিডিও রিভার্স বা রিপ্লেস করতে পারবেন। অডিও কাস্টমাইজ করার সুবিধাও পাবেন। এ ছাড়া নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই এইচডিআর ভিডিও আপলোড করতে পারবেন।


জেবি/এসবি