৬৫ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৬:২১ পিএম, ৫ই জুলাই ২০২৩
মেটার অঙ্গ প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। নতুন প্রযুক্তি আইন ২০২১ অনুযায়ী ভারতের ৬৫ লাখ অ্যাকাউন্টে বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
দেশটির বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, মোট নিষিদ্ধ অ্যাকাউন্টের মধ্যে ২৪ লাখ ২০ হাজার অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো রিপোর্ট পাওয়ার আগেই নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন: ইমোতে এলো ঈদ স্পেশাল গেম
এছাড়া চলতি বছরের এপ্রিল পর্যন্ত ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ছিল ৫০ কোটিরও বেশি। তবে মে মাসে ৬৫ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করায় এই সংখ্যা কমেছে।
ওই সময়ে প্ল্যাটফর্মটি ৩ হাজার ৯১২টি রিপোর্ট পেয়েছিল এবং এর মধ্যে ২৯৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছিল।
জেবি/এসবি