আমি এই নির্বাচনের শেষ দেখে ছাড়ব বলল হিরো আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৯ পিএম, ২৩শে জুলাই ২০২৩
ভোটে অনিয়ম ও জাল ভোটের ফুটেজ আছে দাবি করে হিরো আলম জানিয়েছেন, এই নির্বাচনের শেষ দেখে ছাড়বেন তিনি।
রবিবার (২৩ জুলাই) নির্বাচন কমিশনে গিয়ে এ সংক্রান্ত আবেদন করেছেন তিনি। ওই আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত।
আরও পড়ুন: পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে হিরো আলম
আবেদনের বিষয়ে সংবাদ মাধ্যমকে হিরো আলম জানান, ঢাকা-১৭ আসনে জাল ভোট পড়েছে। সেই ভিডিও ফুটেজ অমার কাছে আছে। তাই স্পিকার স্যারকে বলব, আরাফাত ভাইকে যেন শপথ বাক্য না পড়ান।
ইসিতে আপিল খারিজ করলে কি করবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, যেহেতু ভোটে অনিয়ম ও জাল ভোটের ফুটেজ আছে, তাই হাইকোর্টে যাব। আমি এই নির্বাচনের শেষ দেখে ছাড়ব।
জেবি/ আরএইচ/