ঘোড়াঘাটে প্রসপারিটি প্রকল্পের ওরিয়েন্টেশন সভা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৮ পিএম, ২২শে জুন ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের উপজেলা পর্যায়ে সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক ও পিআইও দপ্তরের সেবা সমূহ সম্পর্কিত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) উপজেলা পরিষদ সেমিনার কক্ষে গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের ওসমানপুর অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন, প্রকল্পের টেকনিক্যাল অফিসার কমিউনিটি মবিলাইজেশন বিধান বাস্কে।
আরও পড়ুন: ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প
এতে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আজিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. হানিফ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিরঞ্জন কুমার, প্রকল্পের টেকনিক্যাল অফিসার জীবিকায়ন মো. শাহিন মিয়া, সহকারী করিগরি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারী করিগরি কর্মকর্তা পুষ্টি ফারুক হোসেন প্রমুখ।
জেবি/ আরএইচ/