ডিমলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৯ পিএম, ২৩শে জুলাই ২০২৩


ডিমলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

রুহুল আমিন,ডিমলা (নীলফামারী): নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 


আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শীঘ্রই উপজেলা পর্যায়েও একই ভবনের মধ্যে সব সরকারি বিভাগ কার্যক্রম পরিচালনা করবে-সরকারের এ ধারণা বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। অচিরেই ছড়ানো-ছিটানো অফিসগুলো একই ছাদের নিচে আসবে। এতে সরকারি সেবা জনগণ দ্রুত ও সহজে পাবে। অতএব তথ্য পেতে সমস্যা হয় না বা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট সার্ভিস প্রদানকারীর বিরুদ্ধে অভিযোগ করা যায়। এখন সার্ভিস প্রদানকারীদের জন্য যেমন তিরস্কার/শাস্তি প্রদানের ব্যবস্থা রয়েছে, তেমনি দক্ষ সরকারি কর্মচারীদের পুরস্কার প্রদান করে থাকে সরকার। এটি সব ক্ষেত্রের সরকারি কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য।


এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা।


আরও বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মদন কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান প্রমুখ। 


দিবসটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম ও প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদসহ উপজেলার প্রতিটি দপ্তরের প্রধান, ভিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেে শিক্ষক, শিক্ষিকা সুশীল সমাজ উপস্থিত ছিলেন।


আরএক্স/