রামগড়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২২ পিএম, ২৩শে জুলাই ২০২৩


রামগড়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
ক্রীড়া সামগ্রী বিতরণ

নুরুল আলম, নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির রামগড় উপজেলার আটটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৩ বিজিবি) রামগড় জোন।


রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে নয়টায় রামগড় জোন সদরে বর্ডার গার্ড বাংলাদেশর (৪৩ বিজিবি) জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম উপস্থিত থেকে সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।


এ সময় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গরিব, অসহায়, সুবিধা বঞ্চিত স্কুলগামী শিক্ষার্থীরা ক্রীড়া সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে যায় এবং শিক্ষকগণও এ উদ্যোগের প্রশংসা করেন।


ক্রীড়া উপকরণ বিতরণ শেষে বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম বলেন, আর্থসামাজিক উন্নয়নে বিজিবি ছোট উদ্যোগটি শিক্ষার্থীদের সঠিক মানুষ ও সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ভূমিকা রাখবে। বিজিবি সবসময় আপনাদের পাশে ছিল, আছে , ভবিষ্যতেও থাকবে এবং শিক্ষার্থীদের মানবিক বিকাশে বিজিবির এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 


এ সময় বিজিবি বিভিন্ন পদমর্যাদার সদস্য, শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।


আরএক্স/