এবারও যানজটমুক্ত ঈদ হবে: অতিরিক্ত আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৪ পিএম, ২২শে জুন ২০২৩

গত ঈদ যেমন যানজটমুক্ত হয়েছে এবার ঈদও যানজটমুক্ত থাকবে বলে আশা করছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান বিপিএম বার।
বৃহস্পতিবার (২২ জুন) বেলা ২ টার দিকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজার সামনে মহাসড়ক পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত আইজিপি বলেন, “মহাসড়কে অচল গাড়িগুলো আটক করা হয়েছে। গত ঈদ যেমন এ যাবতকালের সেরা ঈদ হয়েছে তেমনি এবারও তাই হবে। ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে কঠিন ভাবে আইন প্রয়োগ করছি। আশা করছি সাধারণ মানুষ স্বস্তিতে ঈদ করতে পারবে।”
আরও পড়ুন: আওয়ামী লীগের ভোট চুরি করতে হয় না: প্রধানমন্ত্রী
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, বিবিএর প্রকৌশলী আহসানুল কবির পাভেল প্রমুখ।
জেবি/এসবি