নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫২ পিএম, ২২শে জুন ২০২৩
রাজধানীর আফতাবনগরে নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- মো. রবিউল ইসলাম (৩০) ও মো. সুমন (২৯)।
ঘটনার পরে গুরুতর অবস্থায় তাদের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুজনকে দুপুর পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চকবাজারে ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
হাসপাতালে শ্রমিকদের সঙ্গে আসা তৌফিক নামের একজন জানান, বাড্ডা আফতাবনগর জি ব্লকের ৮ নম্বর রোডের ৬ নম্বর বাসার একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলার বাইর সাইডে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে সবাই নিচে পড়ে যায়। পরে চারজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দুজনকে মৃত ঘোষণা করেন ও দুজন চিকিৎসাধীন।
তিনি আরও জানান, তাদের বাড়ি কুড়িগ্রাম সদর জেলার কড়াইকাটা গ্রামে।
জেবি/ আরএইচ/