কাঁঠাল খাওয়ার অপরাধে শিশুর শরীরে গরম ছ্যাঁকা, মামী গ্রেফতার
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:৪৫ পিএম, ২২শে জুন ২০২৩
ছোটকালেই মা-বাবা হারিয়ে এতিম হয় শিশু ফারা (ছদ্মনাম)। মা-বাবা না থাকায় শিশুটি তার মামা-মামীর সঙ্গেই থাকতো। সর্বশেষ মঙ্গলবার (২০ জুন) রাতে পাশের ভাড়াটিয়ার বাসায় কাঁঠাল খাওয়ায় গরম চামচ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা এবং গলা টিপে ধরে দেওয়ালের সঙ্গে ধাক্কা দেয়। পরে এ ঘটনা স্থানীয়রা জানালে অভিযুক্ত ওই নারীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার নাহিদ সুলতানা অনিকা (২১) পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়ন ১নম্বর ওয়ার্ডের মো. ফারুকের স্ত্রী। তারা কাজের সুবাদে আনোয়ারা বটতলী ইউনিয়নের মাঝের পাড়া এলাকার মো. হাফেজের ভাড়া বাসায় থাকতেন।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচার চক্রের হোতা আরিফ গ্রেফতার
বৃহস্পতিবার (২২ জুন) গ্রেফতার নাহিদ সুলতানা অনিকাকে আদালতে পাঠানো হয়।
আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, গরম চামচ দিয়ে শিশুকে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে নাহিদ সুলতানা অনিকা নামে এক নারীকে গ্রেফতার করেছি। ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রুজু করে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
জেবি/ আরএইচ/