রাজশাহী সিটিতে চার প্রার্থীর তিনজনের জামানত বাজেয়াপ্ত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩৬ পিএম, ২২শে জুন ২০২৩


রাজশাহী সিটিতে চার প্রার্থীর তিনজনের জামানত বাজেয়াপ্ত
ফাইল ছবি

রাজশাহীর তিন মেয়রপ্রার্থী নির্বাচন কমিশনের দেওয়া নির্ধারিতসংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। 


তিন প্রার্থী হলেন, ইসলামী আন্দোলনের মুরশিদ আলম, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন এবং জাকের পার্টির লতিফ আনোয়ার। 


নির্বাচনে মোট প্রয়োগকৃত ভোটের আট ভাগের অন্তত এক ভাগ ভোট যদি কোনো প্রার্থী না পায়, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই সিটি নির্বাচনে চারজন মেয়রপ্রার্থী মোট ভোট পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭৫৮ ভোট। এই প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ হচ্ছে ২৪ হাজার ৪৬৯ ভোট। কিন্তু লিটন ছাড়া অন্য কোনো মেয়রপ্রার্থী এই পরিমাণের ভোট পাননি। 


আরও পড়ুন: রাসিকে চমক দেখিয়ে কাউন্সিলর হলেন তৃতীয় লিঙ্গের সাগরিকা


বুধবার (২১ জুন) রাতে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 


বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ভোট পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০টি। লিটনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।


রাজশাহী সিটি নির্বাচনে ভোট পড়েছে ৫৬ দশমিক ২০ শতাংশ। এ ছাড়া বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৭০টি।


জেবি/ আরএই্টচ