নির্বাচনে সব ভেদাভেদ ভুলে নৌকায় ভোট দিন: এমপি টগর
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৪ পিএম, ২৩শে জুন ২০২৩
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দর্শনা রেলবাজার বঙ্গবন্ধু চত্বরে দর্শনা পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠি হয়।
শুক্রবার (২৩ জুন) দর্শনা রেলবাজার বঙ্গবন্ধু চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর।
সভায় সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর বলেন, বাংলাদেশকে স্বাধীন করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। এখন নির্বাচনকে সামনে রেখে যত চ্যালেঞ্জই আসুক না কেন ৭৪ বছরের পরিপক্ব আওয়ামী লীগ তা মোকাবিলা করেই এগিয়ে যাবে।
তিনি বলেন, আজ ঐতিহাসিক ২৩ জুন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতান অর্জনে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তাই আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
আরও পড়ুন: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন: এমপি টগর
দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবুর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌর মেয়র ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি আতিয়ার রহমান হাবু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিযনের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবীর শাহ, যুগ্ন সম্পাদক গোলাম ফারুক আরিফ, দর্শনা পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেফাউর রহমান মন্টু, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.হাকিম, প্রবীণ আওয়ামী লীগ নেতা এরশাদ আলী মাষ্টার, আমীর হোসেন সিআই, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী, হাজী আব্দুল জলিল, আ.লীগের নেতা, বিল্লাল হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোটসহ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জেবি/ আরএইচ/