জীবননগরে গাঁজা–ফেনসিডিলসহ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১০ পিএম, ২৩শে জুন ২০২৩


জীবননগরে গাঁজা–ফেনসিডিলসহ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার
মাদক ব্যাবসায়ী হাসিনা খাতুন

চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার (২৩ জুন)  রাত পোণে ১ টার সময় খয়েরহুদা গ্রাম থেকে ১ কেজি গাঁজা, ১৯০ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশি মদসহ নারী মাদক ব্যাবসায়ী হাসিনা খাতুনকে গ্রেফতার করেন পুলিশ।


হাসিনা খাতুন(৪০) জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের ইনামুল ইসলামের স্ত্রী।


থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে এসআই নাহিরুল ইসলাম,এসআই রায়হান ও এএসআই ইউনুস সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খয়েরহুদা গ্রামের ইনামুলের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইনামুলের স্ত্রী হাসিনা খাতুনকে আটক করে তার দেয়া তথ্যমতে বসতঘরে তল্লাশী করে বিশেষ উপায়ে লুকানো অবস্থায় ১৯০ বোতল ফেনসিডিল,১কেজি গাঁজা ও ২বোতল বিদেশি মদ উদ্ধার করে তাকে গ্রেফতার করেন।


এব্যপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান,আমাদের কাছে গোপন সংবাদ ছিলো হাসিনা দীর্ঘদিন ধরে পুলিশের চোঁখ ফাকি দিয়ে কৌশলে মাদকের ব্যাবসা করে আসছিলো। 


তাই আমরা সোর্স নিয়োগ করে শুক্রবার রাতে তাকে হাতেনাতে মাদকসহ গ্রেফতার করি। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা প্রক্রীয়াধিন রয়েছে।


আরএক্স/