হবিগঞ্জে ছেলের হাতে মা খুন
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৮:১৭ পিএম, ২৬শে জুন ২০২৩
হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলে রিপন মিয়ার (২৩) হাতে মা রাবেয়া খাতুন (৫৪) নামের এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে তার স্ত্রী-সন্তান নিয়ে পলাতক রয়েছেন।
রবিবার (২৫ জুন) দিবাগত রাত ৩টায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রাবেয়া খাতুনের বড় ছেলে রিপন মিয়া বিয়ের পর পৃথক হয়ে যান। তবে একই বাড়িতে বসবাস করায় তার মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া লেগেই থাকত।
এরই জের ধরে গতকাল বিকেল ৩টায় নিহত নারীর সঙ্গে ছেলে রিপনের স্ত্রীর বাকবিতণ্ডা হয়। এ সময় মায়ের পক্ষ নিয়ে ছোট ছেলে শিপন এগিয়ে আসেন। ছোট ভাইকে আসতে দেখে স্ত্রীর পক্ষ নিয়ে রিপনও এগিয়ে গিয়ে শিপনকে মারধর করতে উদ্যত হয়।
আরও পড়ুন: কিস্তির টাকা তুলতে গিয়ে এনজিওকর্মী খুন
এ সময় রিপন শিল (নোড়া) দিয়ে ছোট ভাইকে আঘাত করলে তা রাবেয়া বেগমের কপালে লাগে। গুরুতর আহত অবস্থায় রাবেয়া খাতুনকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে রাবেয়া খাতুনের মৃত্যু পর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে বলেও জানান তিনি।
জেবি/ আরএইচ/