বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আদানি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩৯ পিএম, ১৫ই জুলাই ২০২৩; আপডেট: ০৬:৫৬ পিএম, ১৫ই জুলাই ২০২৩


বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আদানি
ছবি: সংগৃহীত

ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। ইতোমধ্যে দেশে ফিরে গেছেন তিনি। 


ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি গ্রুপের নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হয়েছে। এজন্যই মূলত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন গৌতম।


শনিবার (১৫ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি।


গৌতম আদানি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছি। তাকে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের পুরো উৎপাদন বুঝিয়ে দিতে পেরে সম্মানিত বোধ করছি।” 


আরও পড়ুন: ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত, ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে


মহামারি করোনাকালীন কাজ শুরু করে যারা মাত্র সাড়ে ৩ বছরে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে নিয়ে এসেছেন, ভারত ও বাংলাদেশের সাহসী সেই দলকে স্যালুট জানান তিনি।


বিদ্যুৎ বিভাগ ও আদানি গ্রুপের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টার দিকে নিজের বিমানে ঢাকায় অবতরণ করেন গৌতম। বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দুপুর সোয়া ১টার দিকে ঢাকা ছেড়ে যান তিনি।


আরও পড়ুন: ঢাকার পাঁচ এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা


ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি গ্রুপের নির্মিত  কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াটের ২টি ইউনিট রয়েছে। গত মার্চে প্রথমটি থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরে ৬ এপ্রিল সেটি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন আরম্ভ হয়। আর দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয় ২৫ জুন।


জেবি/এসবি