আবু ইউসুফ মজুমদার বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৭ পিএম, ১৫ই জুলাই ২০২৩; আপডেট: ০৯:০৯ পিএম, ১৫ই জুলাই ২০২৩

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আবু ইউসুফ মজুমদার।
শনিবার (১৫ জুলাই) অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে এসপি মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদের প্যানেল থেকে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।
নির্বাচনে এই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৫ জনের মধ্যে ২২ জনই নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ মজুমদার সাবেক ছাত্রনেতা চিকিৎসক ডা. মো মোহাইমিনুল ইসলাম অনিকের পিতা।