ঘোড়াঘাটে জুয়া খেলার অপরাধে ৩ জনের কারাদন্ড
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫০ পিএম, ১৬ই জুলাই ২০২৩

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত ৯ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান।
দন্ডিতরা হলেন ঘোড়াঘাট উপজেলার ভর্ণাপাড়া গ্রামের মো. তুহিন মিয়া (৫০), চাঁদপাড়া গ্রামের সফিকুল ইসলাম (৪৮) ও গাইবান্ধার পলাশবাড়ীর উপজেলার তেকানী গ্রামের আন্তাজ আলী (৩৬)।
আরও পড়ুন: ঘোড়াঘাটে মাদকসহ আদিবাসী নারী আটক
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা উপজেলার সিংড়া ইউনিয়নের চাঁদপাড়া বাজারের মাসুদুলের চাতাল থেকে খেলার সামগ্রী জব্দসহ প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাদেরকে আটক করি।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাদন্ড প্রদান করেন। রবিবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জেবি/ আরএইচ/