শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কটে পানিবন্দি মানুষ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৩ পিএম, ১৬ই জুলাই ২০২৩
কুড়িগ্রামের বন্যাকবলিত মানুষ চার-পাঁচদিন ধরে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কটে ভুগছে। এর ফলে দেখা দিয়েছে গো-খাদ্য ও তীব্র জ্বালানি সঙ্কট। জরুরি ভিত্তিতে এখন মানুষের প্রয়োজন শুকনো খাবারের।
এদিকে কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুড়িগ্রামে শুধু দুধকুমার নদীর পানি বাদে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলাসহ সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও পড়ুন: তিস্তায় ১৫ হাজার পরিবার পানি বন্দি
জেলার ত্রাণ ও পুনর্বাসন অফিস গণমাধ্যমকে জানিয়েছে, বন্যায় জেলার ৪৫টি ইউনিয়নের ১৮৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬২ হাজার মানুষ।
জেবি/ আরএইচ/