নড়াইলে ফুটবল খেলায় মেতেছেন মাশরাফি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১৬ পিএম, ১৮ই জুলাই ২০২৩


নড়াইলে ফুটবল খেলায় মেতেছেন মাশরাফি
ছবি: সংগৃহীত

নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নিজে ক্রিকেটার হয়েও ফুটবলের ভক্ত। তাই নড়াইলে তিনি আয়োজন করেছেন প্রীতি ফুটবল ম্যাচের।


সোমবার (১৭জুলাই) বিকেলে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ি ডোর মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।


খেলায় নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র হয়।  পরে দু’দলকেই বিজয়ী ঘোষণা করা হয়। 


আরও পড়ুন: তামিমের অবসর ঘোষণায় যা বললেন মাশরাফি


নড়াইল-২ আসনের সংসদ সদস্য হওয়ার আগেই ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মাশরাফি। 


নড়াইল জেলা ফুটবল একাদশ ও তার ফাউন্ডেশনের ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন তিনি। মাশরাফি এই ম্যাচে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ফুটবল একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন। 


মাশরাফি জানান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার চেয়ে মাঠে নেমে ফুটবল খেলতেই পছন্দ করেন তিনি। এ ফাউন্ডেশনের মাধ্যমে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে নড়াইলের ৭ জন ফুটবলার বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় কোটায় চাকরি পাওয়ায় গর্ববোধ করেন বলেও জানান মাশরাফি।


জেবি/ আরএইচ/