ইউপি নির্বাচনে জয়ী হওয়ার কয়েক ঘন্টা পরে স্ত্রীকে তালাক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪০ পিএম, ১৮ই জুলাই ২০২৩
পটুয়াখালীর দুমকীতে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জয়ী হবার কয়েক ঘন্টার পরে ২য় স্ত্রীকে তালাক দেয়ার অভিযোগ উঠেছে নবনির্বাচিত ইউপি সদস্য মো. নাসির উদ্দিন মৃধার বিরুদ্ধে।
সোমবার (১৮ জুলাই) রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুমকী গ্রামে এ ঘটনা ঘটেছে।
নাসির উদ্দিন মৃধা দুমকী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার প্রথম স্ত্রী মোসা. নাসিমা বেগম একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। নাসির নাসিমা দম্পতির এক ছেলে এক মেয়ে রয়েছে।
তালাকপ্রাপ্ত স্ত্রী মোসা. নার্গিস বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী নাসির ও তার ভাই ভাতিজারা মিলে মারধর করে জোরপূর্বক তালাকের কাগজে স্বাক্ষর রেখে দুই বছরের কম বয়সী (২২ মাস) শিশু সন্তানকে রেখে রাতের আধারে বাড়ি থেকে বের করে দিয়েছেন।
কারণ জানতে চাইলে তিনি মানুষিকভাবে বিপর্যস্ত পরে বিস্তারিত বলবেন বলে জানিয়েছেন। আইনি পদক্ষেপ নিবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখন আমি অসুস্থ্য পরে কথা বলবো।
আরও পড়ুন: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুমকিতে আওয়ামী লীগের ৭ নেতা বহিষ্কার
ভুক্তভোগী নার্গিসের বাবার বাড়ি পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কলকাঠি ইউনিয়নের আমিনপুর গ্রামে।
সূত্রে জানা যায়, আড়াই বছর পূর্বে দুমকী প্যাদা বাড়ির বাদশা প্যাদার স্ত্রীকে কৌশলে বিয়ে করেন নাসির উদ্দিন মৃধা। বর্তমানে নাসির-নার্গিস দম্পতির ২২ মাসের এক কন্যা সন্তান রয়েছে।
এ বিষয়ে জানতে নাসির মৃধার ফোনে একাধিকবার কল করলে ফোন রিসিভ করেননি।
জেবি/ আরএইচ/