নড়াইলে সরকারের পদত্যাগের দাবিতে জেলা বিএনপির পদযাত্রা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৭ এএম, ১৯শে জুলাই ২০২৩

নড়াইলে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃ প্রতিষ্ঠান এক দফা দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুলাই) বেলা ১১ টায় জেলা বিএনপির আয়োজনে নাকসি মাদ্রাসা থেকে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ মোড়ে এসে শেষ। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গির আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ন সম্পাদক আলী হাসান,সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জজ প্রমুখ।
এসময় জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাদাত কবীর রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানিসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএক্স/