শেখ রেহানা ঢাবির সমাবর্তনে বঙ্গবন্ধুর পক্ষে ডি. লজ গ্রহণ করবেন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫৬ পিএম, ১৯শে জুলাই ২০২৩


শেখ রেহানা ঢাবির সমাবর্তনে বঙ্গবন্ধুর পক্ষে ডি. লজ গ্রহণ করবেন
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুকে মরনোত্তর সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (ডি. লজ) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। চলতি বছরে অক্টোবরে বিশেষ সমাবর্তন আয়োজন করে এ ডিগ্রি দিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সমাবর্তনে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর পক্ষে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অক্টোবর মাসে এ বিশেষ সমাবর্তন আয়োজন করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুন: শেখ রেহানাকে নিয়ে মাছ শিকার করেছেন প্রধানমন্ত্রী


এতে বলা হয়েছে, বিশেষ সমাবর্তন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা বুধবার (১৮ জুলাই) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।  


রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।


জেবি/ আরএইচ/