শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫৫ পিএম, ১৯শে জুলাই ২০২৩; আপডেট: ০৭:০১ পিএম, ১৯শে জুলাই ২০২৩


শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। 


বুধবার (১৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।


আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, “চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে নভেম্বরেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে। সেজন্য মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি বাতিল করা হলো।” গ্রীষ্মের ছুটি বাতিল হলেও শীতকালীন ছুটি বাড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি।


আরও পড়ুন: প্রথমিকে তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজারের বেশি আবেদন


উল্লেখ্য, ২০ জুলাই মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হলো।


জেবি/এসবি