সাত কলেজে বিজ্ঞান ইউনিটের কলেজ ও সাবজেক্ট চয়েজ বিজ্ঞপ্তি প্রকাশিত


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪১ পিএম, ২২শে জুন ২০২৩


সাত কলেজে বিজ্ঞান ইউনিটের কলেজ ও সাবজেক্ট চয়েজ বিজ্ঞপ্তি প্রকাশিত
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে বিজ্ঞান ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তির জন্য অনলাইনে কলেজ ও বিষয়সমূহের পছন্দক্রম ফরম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।


যেসব শিক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ন হয়েছে তাদের সকলকে আগামী ১১ জুলাই থেকে ২৪ জুলাই বিকাল ৫ টার মধ্যে অনলাইনে কলেজ ও সাবজেক্ট চয়েজ ফরম পূরণ করতে হবে। 


বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন বিজ্ঞান অনুষদ ও সাত কলেজ ভর্তি কমিটির সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীরা ১১ জুলাই ২০২৩ থেকে ২৪ জুলাই ২০২৩ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে এবং যথাযথভাবে পূরণকরে College & Subject Choice এর কপিসহ অফিস চলাকালীন সময়ে উল্লেখিত তারিখের মধ্যে বিজ্ঞান অনুষদ (কার্জন হল এলাকা) জমা দিতে হবে। অনলাইনে পূরণকৃত বিষয়ের পছন্দক্রম বিজ্ঞান,কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটের সকলের জন্য প্রযোজ্য।


ফলাফল নিরীক্ষনের জন্য ১০০০ টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ২ জুলাই থেকে ৬ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।


জেবি/ আরএইচ/