রামপালে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৪ পিএম, ২০শে জুলাই ২০২৩


রামপালে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
ছবি: জনবাণী

বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘ দিনের পলাতক আসামি মো. ইউনুছ আকন নামের এক ব্যক্তিকে আটক করেছে। 


সাজাপ্রাপ্ত ইউনুছ উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের কালিকাবাড়ী এলাকার মৃত মহিউদ্দিন আকনের পুত্র।


আরও পড়ুন: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আর্থিং কপার ক্যাবলসহ আটক ১


বুধবার (১৯ জুলাই) রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় সাজাপ্রাপ্ত আসামি ইউনুছ কালিকাবাড়ী এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে রামপাল থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। 


এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম জানান, ইউনুছ আকন একটি মামলার ৭ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামি। সে দীর্ঘ দিন এলাকার বাইরে পলাতক ছিল। গতরাতে তাকে আটক করা হয়েছে এবং বাগেরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 


জেবি/ আরএইচ/