ফেনীর সাহেব বাজারে ইত্যাদি ষ্টোর ও ভেষজ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৭ পিএম, ২০শে জুলাই ২০২৩


ফেনীর সাহেব বাজারে ইত্যাদি ষ্টোর ও ভেষজ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন
ছবি: জনবাণী

ফেনীর পরশুরাম উপজেলায় বক্সমাহমুদ ইউনিয়নের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল ইসলাম রতনের আর্থ সামাজিক উন্নয়নে ফেনীর সমাজসেবা অধিদফতর  উদ্যোগে এবং জেলার কয়েকটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার এনজিওর আর্থিক সহযোগিতায় ‘ইত্যাদি ষ্টোর ও ভেষজ চিকিৎসা কেন্দ্র’র উদ্বোধন করেছেন সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম রতনের মা রেজিয়া আক্তার।


আরও পড়ুন: ফেনী জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


এ সময় সমাজসেবা অধিদফতর ফেনীর উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, সহকারি পরিচালক মো. শহীদ উল্ল্যাহ, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মোশাররফ হোসেন, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল গফুর, দি নিউ নেশন দৈনিক জনবানী পত্রিকার ফেনী প্রতিনিধি এবং রিপোটার্স ইউনিটির সহ–সভাপতি শেহাবুদ্দিন আহমেদ লিটন ও দৈনিক আজকের দর্পণের ফেনী প্রতিনিধি মো. রাজীব মাসুদ, ফুলগাজী প্রেস ক্লাবের দফতর সম্পাদক মহিউদ্দিন মহি খোন্দকার, এবং স্বেচ্ছাসেবী সংস্থার এনজিও গ্রামীণ প্রোগ্রেস, আল হেলাল ডক্টরস অর্গানাইজেশন, সবুজ বাংলা, আর্য্য সাংস্কৃতিক সংঘ, বসতি, ওপেক, সৈয়দুর রহমান ফাউন্ডেশন, আরবান ইয়ুথ সোসাইটি, সোসাইটি অব রেঁনেসা বাংলাদেশ এর নির্বাহীরা উপস্থিত ছিলেন।


জেবি/ আর্েইচ