হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় বর!


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:০২ পিএম, ২০শে জুলাই ২০২৩


হেলিকপ্টার নিয়ে  বিয়ে করতে এসে ভুল ঠিকানায় বর!
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে হেলিকপ্টারে নিয়ে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় নেমেছেন বর। খবর পেয়ে মুহূর্তেই হেলিকপ্টারটির আশপাশে হাজারো গ্রামবাসী  ভিড় করেন।


বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে হোসেনপুর পৌর এলাকার ৩৪ নম্বর ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে ল্যান্ডিং করে ওই হেলিকপ্টারটি।


জানা যায়, ময়মনসিংহের ভালুকা থেকে এক যুবক হোসেনপুর উপজেলার চরকাটিহারে গ্রামে বিয়ে করতে আসার কথা। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ধূলজুরী গ্রামের পতিত জমিতে অবতরণ করে। সেখানে প্রায় ১৫ মিনিটের মতো অবস্থান করেছিল হেলিকপ্টার।


আরও পড়ুন: কিশোরগঞ্জে ডায়রিয়ার প্রকোপ, ১৫ দিনে ৯ জনের মৃত্যু


সরেজমিনে দেখা যায়, হেলিকপ্টারে বরসহ চারজন যাত্রী ছিলেন। পরে সঠিক ঠিকানায় উড়াল দেয় হেলিকপ্টারটি।


ধূলজুরী গ্রামের মো. রিটন মিয়া জানান, হেলিকপ্টারটি ভুল করে এখানে এসে পড়ে। প্রথমে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। পরে গিয়ে দেখতে পেলাম এটার ভেতর বরযাত্রী।


আরও পড়ুন: কিশোরগঞ্জে স্কুলে মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন


এদিকে, ১০ম শ্রেণির ছাত্র নাইম জানায়, জীবনে প্রথম বাস্তবে হেলিকপ্টার দেখলাম। এটি ভুল করে এখানে এসে পড়েছে।


হোসেনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল মিজবাহ উদ্দীন মানিক হেলিকপ্টার অবতরণের সত্যতা নিশ্চিত করেছেন।


জেবি/এসবি