সৈকতে ভেসে এলো গলিত মরদেহ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:০৬ পিএম, ২০শে জুলাই ২০২৩
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারপাডা নামক সাগরে তীরবর্তী ঝাউ বাগানের পাশে সমুদ্র সৈকতে ভেসে আসা একটি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১২ টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারপাড়া নামক সাগরে তীরবর্তী ঝাউ বাগানের পাশে সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসে এই মরদেহ।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার পুলিশ পরিদশক (তদন্ত) মো নাছির উদ্দিন মজুমদার।
আরও পড়ুন: মেহেরপুর হোটেল থেকে অর্ধ গলিত মরদেহ উদ্ধার
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারপাডা সাগরে তীরবর্তী ঝাউ বাগানের পাশে সমুদ্রসৈকতে জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন।
পরে এসআই মোহাম্মদ কামালে নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি গলিত অবস্থায় থাকায় মৃতদেহের লিঙ্গ, বয়স পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি।
জেবি/ আরএইচ/