ডেঙ্গু নিয়ন্ত্রণের ৪ টি ফর্মুলা দিয়েছে বিএনপির তাবিথ-ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৫ এএম, ২১শে জুলাই ২০২৩

ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ৪ টি ফর্মুলা দিয়েছেন বিএনপির সাবেক দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফর্মুলা দেন তারা।
তাবিদ আউয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চার দফা কর্মসূচিগুলো হলো- ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্ত ডোনেট করা, জনসচেতন দের জন্য প্রচারণা, সরকারি স্থাপনায় ডেঙ্গুর লার্ভা খুঁজে বের করে ধ্বংসের উদ্যোগ, জলাবদ্ধতা নিদর্শন এর স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া।
এ সময় তাবিদ আউয়াল জানান, দুর্নীতি ও অবহেলার কারণে দিনের পর দিন ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। ডেঙ্গুর উৎপত্তিস্থল জলাবদ্ধতা নিরসন না করার কারণে লার্ভা দিন দিন বেড়েই চলেছে।
তিনি আরও জানান, সরকারের ব্যর্থতাকে জনগণের উপরে চাপানো হচ্ছে। সেজন্য মাঝেমধ্যে লোক দেখানো বাড়ির মালিককে জরিমানা করা হচ্ছে। এমনকি প্রশাসনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারাও একে অপরকে দোষারোপ করছেন।
আরও পড়ুন: তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের চেষ্টা, নুরপন্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
এদিকে ইশরাক হোসেন জানান, জনগণের কাছে জবাবদিহি না থাকার কারণে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মনগড়া কিছু লোক দেখানো কাজ করা হচ্ছে যাতে কোন কাজেই আসছে না।
বেঙ্গল লার্ভা খুজতে ড্রোন পোড়ানোর মত উদ্ভট উদ্ভট কাজ করা হচ্ছে উল্লেখ করে ইশরাক বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য বিশেষ কোনো হাসপাতালের ব্যবস্থা করা হয়নি। এমনকি প্রচলিত চিকিৎসা যেখানে নেয়া হয় সেখানেও বিশেষ বরাদ্দ দেয়া হয়নি। তিনি বলেন, লার্ভা নিধনে কীটনাশক কিনতে সীমাহীন দুর্নীতি করে সেখানে কেরোসিন মেশানো হচ্ছে। তাতে কার্যকর কোন ফলাফল আসছে না।
জেবি/ আরএইচ