কলা গাছের ভেলা নিয়ে খেলতে গিয়ে ২ কিশোরের মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৮ পিএম, ২১শে জুলাই ২০২৩


কলা গাছের ভেলা নিয়ে খেলতে গিয়ে ২ কিশোরের মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে নরসুন্দা নদীতে কলা গাছের ভেলায় খেলা করার সময় পানিতে ডু্বে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল ৫ টায় উপজেলার আচাগঁও ইউনিয়নের গারুয়া গ্রামের নরসুন্দা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।


নিহতরা হলেন, ওই এলাকার হরমুজ আলীর ছেলে সোহাগ মিয়া (১৪) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম।


নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: নান্দাইলে বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব


তিনি জানান, বেলা ৩ টার দিকে সোহাগ মিয়া ও কামরুল ইসলাম আরও চার কিশোরকে নিয়ে ওই নদীতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে তারা কলা গাছের ভেলা ভাসিয়ে খেলাধুলা করছিল। খেলা করার একপর্যায়ে নদীর স্রোতে ৬ জন ভেঁসে যাচ্ছিল। এ সময় নদীর পেতে রাখা ডিম জালে আটকে যায় তারা। পরে স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ৬ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ মিয়া ও কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।


ওসি রাশেদুজ্জান আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


জেবি/ আরএইচ/