নুর ও রাশেদের বিরুদ্ধে মামলা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৯ এএম, ২২শে জুলাই ২০২৩


নুর ও রাশেদের বিরুদ্ধে মামলা
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান | ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কেচিগেট গেট ও তালা ভাঙার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।


বৃহস্পতিবার (২০ জুলাই)) রাতে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি করেন। শুক্রবার (২১ জুলাই) রাতে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 


আরও পড়ুন: তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের চেষ্টা, নুরপন্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ


তিনি  বলেন, “মামলায় এজাহারনামীয় আসামি ১৭ জন। অজ্ঞাত আসামি ৭৫-৮০ জন। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।” 


জেবি/এসবি