ডেঙ্গুতে আরও ১১ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২২৪২


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৫১ পিএম, ২২শে জুলাই ২০২৩


ডেঙ্গুতে আরও ১১ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২২৪২
ফাইল ছবি

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১১ জনের প্রাণহানি হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪২ জন। 


শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, একদিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩ জন।


আরও পড়ুন: যে কারণে হিরো আলমকে নিরাপত্তা দেওয়া হয়নি, জানালেন ডিএমপি কমিশনার


বর্তমানে দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন৬ হাজার ৬৫৬ ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৮৩৯ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ২ হাজার ৮১৭ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৬৭ জনের।


আরও পড়ুন: সুইডেনে বারবার কোরআন অবমাননায় বাংলাদেশের তীব্র নিন্দা


এ বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬৮৫ জন। তাদের মধ্যে ঢাকায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৮৫ জন ও ঢাকার বাইরে সারা দেশে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৮০০ জন।


জেবি/এসবি