ডেঙ্গুতে আরও ১১ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২২৪২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫১ পিএম, ২২শে জুলাই ২০২৩
দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১১ জনের প্রাণহানি হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪২ জন।
শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একদিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩ জন।
আরও পড়ুন: যে কারণে হিরো আলমকে নিরাপত্তা দেওয়া হয়নি, জানালেন ডিএমপি কমিশনার
বর্তমানে দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন৬ হাজার ৬৫৬ ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৮৩৯ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ২ হাজার ৮১৭ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৬৭ জনের।
আরও পড়ুন: সুইডেনে বারবার কোরআন অবমাননায় বাংলাদেশের তীব্র নিন্দা
এ বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬৮৫ জন। তাদের মধ্যে ঢাকায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৮৫ জন ও ঢাকার বাইরে সারা দেশে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৮০০ জন।
জেবি/এসবি