গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৮ এএম, ২৩শে জুলাই ২০২৩


গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন, মো. রমজান আলী (২২), মো. সিফাত (১২) ও মোহাম্মদ আলম (৩৫)। তাদের সবার বাড়ি কুমিল্লায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় তারা চাকরি করতেন।


শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।


আরও পড়ুন: ইতালির পথে প্রধানমন্ত্রী


দগ্ধদের হাসপাতালে নিয়ে আসো সুমন জানান, আমরা সবাই একটি কোম্পানিতে চাকরি করি। শনিবার রাতে নিজেরা রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় তিনজন দগ্ধ হন।


আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১১ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২২৪২


শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, “দগ্ধদের মধ্যে আলমের ৭২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রমজানের ৫৮ শতাংশ ও সিফাতের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।”


জেবি/এসবি