আবারও হাসপাতালে ভর্তি নেতানিয়াহু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩৬ এএম, ২৩শে জুলাই ২০২৩


আবারও হাসপাতালে ভর্তি নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমানে কিছুটা উন্নতি হলেও শরীরে পেসমেকার স্থাপন করার কথা জানিয়েছেন তিনি। রবিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।


বিবৃতিতে বলা হয়, “তেল হাশোমারের শেবা মেডিক্যাল সেন্টারে আজ রাতে অস্ত্রোপচারটি করানো হবে। এ সময় সেখানে দেশটির আইনমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী ইয়ারিভ লেনিন সেখানে উপস্থিত থাকবেন। এক সপ্তাহ আগে ৭৩ বছর বয়সী নেতানিয়াহু মাথা ঘোরানো ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসা শেষে তাকে একই মেডিকেল সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল।”


আরও পড়ুন: মেক্সিকোতে পরিত্যক্ত লরি থেকে ১৪৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার


শেবার কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক অমিত সেগেভ জানান, সেই সময় দেশটির প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রের ছন্দ নিরীক্ষণের জন্য হোল্টার মনিটর ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছিল।কার্ডিওলজিকাল পরীক্ষার অংশ হিসেবে, কেন্দ্র তার হৃদযন্ত্রের ছন্দ নিরীক্ষণের জন্য হোল্টার মনিটর ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল, শেবার কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক অমিত সেগেভ গেল সপ্তাহে বলেছিলেন। সূত্র : এপি নিউজ।


জেবি/এসবি