শপিং মলে গরম পানির পাইপ ফেটে প্রাণ গেল ৪ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৫০ পিএম, ২৩শে জুলাই ২০২৩
রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গরম পানির পাইপে বিস্ফোরণে কমপক্ষে ৪ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন ৭০ জন।
শনিবার (২২ জুলাই) মস্কোর পশ্চিমাঞ্চলের একটি শপিং মলে এই বিস্ফোরণ ঘটে। নগরীর মেয়র এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গরম পানিতে শপিং মলের একটি অংশ প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ৭০ জন আহত হন এবং মলের ভেতরে প্রায় ২০ জন আটকা পড়েন।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শপিং মলের একটি দোকানের ভেতরের পাইপ ফেটে যায়। এর ফলে শপিং মলের ভেতরের এলাকায় ও একটি সিঁড়ি গরম পানিতে প্লাবিত হয়।
আরও পড়ুন: আবারও হাসপাতালে ভর্তি নেতানিয়াহু
মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, আহতদের কয়েকজনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় জরুরি পরিষেবা।
আরও পড়ুন: মেক্সিকোতে পরিত্যক্ত লরি থেকে ১৪৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ভবন থেকে পানি ও দরজা দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। ভ্রেমেনা গোডা নামের মলটি উদ্বোধন হয় ২০০৭ সালে। এখানে ১৫০টি দোকান রয়েছে। সূত্র: এনডিটিভি
জেবি/এসবি