করাচি বন্দর বিক্রি করছে পাকিস্তান সরকার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৪৭ পিএম, ২২শে জুন ২০২৩


করাচি বন্দর বিক্রি করছে পাকিস্তান সরকার
ছবি: জিও নিউজ

চরম আর্থিক সংকটে আছে পাকিস্তান। এ সংকটের জেরে জরুরি অর্থের জোগান দিতে করাচি সমুদ্রবন্দরের টার্মিনালগুলো সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তরের চিন্তা করছে পাকিস্তান।


বৃহস্পতিবার (২২ জুন) টোকিওভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এ তথ্য জানিয়েছেন।


প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি তহবিল গঠনের জন্য গত বছর পার্লামেন্টে আইন প্রণয়ন করে পাকিস্তান সরকার। সম্প্রতি করাচি বন্দর হস্তান্তরের জন্য জরুরি কমিটি গঠনের কথা জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। 


তবে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকি পাকিস্তান সরকার আমিরাতের কাছে করাচি বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চায় নাকি বন্দরটি বিক্রি করতে চায়, তাও জানা যায়নি।


আরও পড়ুন: পাকিস্তানে গাধা বেড়েছে


করাচি বন্দর আরব সাগরের উত্তরে এবং ওমান উপসাগরের পূর্ব উপকূলে অবস্থিত। এটি পাকিস্তানের প্রধান সমুদ্রবন্দর। এর মাধ্যমে দেশটির ৬০ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি হয়।


আমিরাতের বন্দর থেকে ওমান উপসাগর দিয়ে করাচিতে পণ্য পরিবহন সহজ হবে। এ ছাড়া এ পথে হরমুজ প্রণালির চেয়ে পণ্য আরও দক্ষতার সঙ্গে পরিবহন করা যাবে।


জেবি/ আরএইচ/