বিশ্বকাপের অধিনায়ক তামিম, মেন্টর মাশরাফি, থাকছেন কি রিয়াদ?


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:৪০ পিএম, ২৩শে জুলাই ২০২৩; আপডেট: ০৭:৪৪ পিএম, ২৩শে জুলাই ২০২৩


বিশ্বকাপের অধিনায়ক তামিম, মেন্টর মাশরাফি, থাকছেন কি রিয়াদ?
তামিম ইকবাল - মাশরাফি বিন মর্তুজা - মাহমুদুল্লাহ রিয়াদ

আন্তর্জাতিক ক্রিকেটকে আকস্মিকভাবে বিদায় বলে দিয়েছিলেন তামিম ইকবাল। ২৮ ঘণ্টার ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আবারো ক্রিকেট মাঠে ফেরার কথা জানান টাইগার ওপেনার ওয়ানডে অধিনায়ক। এই সময়টাতে পিঠের ইনজুরির চিকিৎসা করানোর কথা রয়েছে তার। কদিন আগে গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছিলেন, ছুটি ও চিকিৎসা শেষে দেশে ফিরে বোর্ডের সঙ্গে আলোচনা করবেন তিনি।


রবিবার (২৩ জুলাই) ভারত সিরিজে দুর্দান্ত খেলা নারী ক্রিকেট দলের সঙ্গে তাদের টিম হোটেলে দেখা করতে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় তামিম প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন বিশ্বকাপে তামিমই ক্যাপ্টেন্সি করবেন। তিনি বলেন, ‘তামিম আমাদের ওয়ার্ল্ডকাপের ক্যাপ্টেন। ও না থাকায় লিটন ক্যাপ্টেন্সি করেছে। ও যদি ফেরত আসে ও করবে, না হলে অন্য কেউ করবে।’


আরও পড়ুন: আবার বাংলাদেশে আসলে প্রস্তুত হয়ে আসব: হারমানপ্রীত


এদিকে মাশরাফির মেন্টর হওয়ার আলোচনা নিয়ে বিসিবি সভাপতি বলেন, এসব এখন বলার কোনো সুযোগই নেই। বিশেষ করে ওখানে (গণভবনে) যে আলাপ হয়েছে, ওখানেই থাকুক। এসব নিয়ে বাইরে আলাপ করার কোনো প্রশ্নই আসে না।


আরও পড়ুন: ভারতের বিপক্ষে সিরিজ ড্র করায় নারী দলকে বড় সুখবর দিল বিসিবি


বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের থাকা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, নির্বাচকদের সাথে কথা না বলে আমি এখনই কিছু বলতে পারছি না রিয়াদ থাকবে কি না, এটা আমার একার সিদ্ধান্ত না।


জেবি/এসবি