পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করার পরামর্শ দিলেন মিয়াদাদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:০৯ পিএম, ২২শে জুন ২০২৩
এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আক্রমণ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাদ। তার স্পষ্ট বক্তব্য, “এশিয়া কাপ খেলতে বিসিসিআই যখন পাকিস্তানে দল পাঠাচ্ছে না, তখন পাকিস্তানেরও বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার দরকার নেই।”
খসড়া সূচি অনুসারে, ১৫ অক্টোবর আমেদাবাদে ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। কিন্তু মিয়াদাদ বলছেন, “পাকিস্তান ২০১২ এবং ২০১৬ সালে ভারত সফরে গিয়েছিল। এবার ভারতের পালা পাকিস্তানে আসার।”
আরও পড়ুন: ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জরিমানা
এরপরই মিয়াদাদের সংযোজন, “আমি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকলে ভারতে বিশ্বকাপ খেলতে যেতাম না। আমরা বরাবরই ভারতের বিরুদ্ধে খেলতে আগ্রহী। কিন্তু ভারত কোনও আগ্রহ দেখায় না।”
আরও পড়ুন: এবার অন্যতম ভালো একটা বিশ্বকাপ হবে: মিরাজ
তিনি আরও বলেন, “পাকিস্তান ক্রিকেটকে এত হেয় করার কিছু নেই। আমরা নিয়মিত প্রতিভা তুলে আনছি। তাই মনে হয় না, ভারতে খেলতে না গেলে পাকিস্তান ক্রিকেটের বড় কিছু ক্ষতি হয়ে যাবে। আমার পরিষ্কার কথা, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে, এবার আমাদেরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত।”
জেবি/এসবি