ঈদের ছুটিতে রাজধানীতে ৩ স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৮ পিএম, ২২শে জুন ২০২৩; আপডেট: ০২:১৯ পিএম, ২২শে জুন ২০২৩
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে।
বৃহস্পতিবার (২২ জুন) আসন্ন ঈদের নিরাপত্তা নিয়ে সমন্বয় সভায় তিনি এ কথা জানান।
তিনি জানায়, ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা রাখা হয়েছে। আমরা ঈদে নিরাপত্তা দিতে প্রস্তুত। যারা ছুটিতে ঢাকার বাইরে যাবেন, তাদের প্রতি আহ্বান, মূল্যবান সবকিছু সঙ্গে নিয়ে যাওয়ার বা নিরাপদ কোনো স্থানে রেখে যাবেন।
আরও পড়ুন: ডিবি এখন মানুষের আস্থার প্রতীক: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কোনোভাবেই কোরবানির পশুরহাট বসতে দেয়া হবে না৷ মহাড়কের পাশে পশুর হাট বসলে যানজটের সৃষ্টি হয় এতে করে ঘরে ফেরা মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
কোরবানির পশু কেনা-বেচায় জাল টাকা ও প্রতারণা ঠেকাতে প্রতিটি হাটে টাকা শনাক্তকরণ মেশিন থাকবে বলে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।
জেবি/ আরএইচ/